Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের 68এক নেতার নিয়োগ বাতিলের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুমকি দিয়েছেন তারা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খবির উদ্দিন। জানা যায়, শিক্ষকদের বিরোধীতা সত্ত্বেও গত ১৩ জুলাই ঈদুল ফিতরের ছুটি শুরুর আগের দিনে চার ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ফারজান ইসলাম। এ সময় তিনি নিজ ক্ষমতাবলে ছাত্রলীগ নেতা দিপুকে প্রশাসনিক কর্মকর্তা পদে বিশ্বিবদ্যালয়ের গ্রন্থাগারে নিয়োগ দেন। পরে দিপুর বিরুদ্ধে শিক্ষকদের উপর হামলার অভিযোগ এনে শিক্ষকরা উপাচার্যকে এ নিয়োগ বাতিলের অনুরোধ করেন। পরে গত ৩ আগস্ট নিয়োগপ্রাপ্তদের মধ্যে পাঁচজন নিজ নিজ পদে যোগ দিলেও শিক্ষকদের বিরোধিতার কারণে যোগ দিতে পারেননি ফয়সাল হোসেন দীপু। পরে উপাচার্য সে নিয়োগ বাতিল করে পুনরায় গত ২৩ আগস্ট দিপুকে নিয়োগ দিলে সে প্রশাসনিক কর্মকর্তা পদে প্রশাসনিক ভবনে যোগদান করেন। অন্যদিকে বাংলাদেশ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল (রোববার) আবারও সাধারণ সভা আহবান করেছে শিক্ষক সমিতি। সভায় বিশ^বিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের তক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় শিক্ষকদের অংশ নেওয়ার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।