খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: সিরিয়া এবং ইরাকে যুদ্ধ করার জন্য আইসিস জঙ্গিদের দেওয়া হয় বার্ষিক ১০,০০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মূদ্রায় ৭ লাখ ৭৮ হাজার টাকা। জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, আইএস জঙ্গিদের বেতন সম্পূর্ণ করমুক্ত। অর্থাৎ প্রতি মাসে তাদের বেতন ৭৮,০০০ হাজার টাকা। তবে এই বেতন অবশ্য বিভিন্ন ক্ষেত্রের জন্য আলাদা আলাদা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কম্পিউটার বিশেষজ্ঞ বা টেকনিক্যাল অভিজ্ঞ ব্যক্তিদের বেতন এর থেকেও অনেক বেশি। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং ভাতা। কর্মীদের যৌন চাহিদা মেটানোর দায়ও কর্তৃপক্ষের। মেয়েদের ওপর জঙ্গিদের নৃশংসতার বহু নজির-এর সাক্ষী আইএস। মেয়েদের শারীরিক অত্যাচার, ধর্ষণ, নিলাম এগুলো ওদের কাছে নিতান্তই স্বাভাবিক বিষয়। নিষ্ঠুরতার হাত থেকে রেহাই পায় না ১ বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধাও। জঙ্গিদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য মহিলাদেরও নিয়োগ করে আইএস নেতারা।