খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : ‘খালেদা জিয়া পিছু সরে ঘরে ফিরেছেন। তবে তিনি যুদ্ধাপরাধীদের পক্ষ ত্যাগ করেননি। আগুনসন্ত্রাসের নেতৃত্ব দিয়েও জাতির কাছে মাফ চাননি সুতরাং আমরা ধরে নিতে পারি তিনি (খালেদা) দেশ নিয়ে এখনও গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছেন’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তথ্যমন্ত্রী ইনু। তিনি বলেন, ‘সরকারের কঠোর অবস্থান ও দক্ষতায় দেশে আগুনসন্ত্রাস থেমেছে। সন্ত্রাসীরা পরাজিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিদেশি নাগরিক হত্যার সঙ্গে খালেদা জিয়ার চক্রান্তকারীদের সম্পর্ক আছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার। এ বিষয়ে প্রশাসন তদন্ত করছে এবং প্রকৃত সত্য অচিরেই আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো।’ সভায় উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা প্রশাসক ও প্রেস ক্লাব সভাপতি ড. তরুণ কান্তি শিকদার, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, প্রেস ক্লাব সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, যুগ্ম-সম্পাদক আলপনা বেগম, জাসদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান মুক্তাদির, সাংবাদিক মীর মনিরুজ্জামান, সৌমিন খেলন, সুব্রত সাহা সুমন প্রমুখ।