Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : রাহিম স্টার্লিংয়ের দারুণ হ্যাটট্রিকে নিজেদের মাঠে বড় 24জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নদের জয়টি ৫-১ ব্যবধানের। সপ্তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ২৯ ও ৪৫তম মিনিটে আরও দুই গোল করেন ইংলিশ মিডফিল্ডার স্টারলিং। জোড়া গোল করেন জো উইলফ্রেদ বোনি। দলের সেরা স্ট্রাইকার সের্হিও আগুয়েরোকে ছাড়া খেলতে নেমে সপ্তম মিনিটেই স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় সিটি। বোনির বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন তিনি। চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। বাঁ দিক থেকে আসা একটি ক্রস গোলরক্ষকের হাত ফসকে গেলে তা জালে ঢোকাতে ভুল হয়নি কোত দি ভোয়ার ফরোয়ার্ড বোনির। ২১তম মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বোর্নমাউথ। গ্লেন মারি ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটে সিটি গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করেন। ২৯তম মিনিটে ব্যবধান বাড়ান স্টার্লিং। হেসুস নাভাসের শট গোলরক্ষক শুয়ে ঠেকিয়ে দিলে বল আসে তার পায়ে। এক ডিফেন্ডার আর গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে ঢোকান ২০ বছর বয়সী এই খেলোয়াড়। প্রথমার্ধের শেষ দিকে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন স্টার্লিং। দুর্দান্ত গোলটি করতে তিন ডিফেন্ডার আর গোলরক্ষককে ফাঁকি দেন লিভারপুল থেকে এই মৌসুমেই সিটিতে যোগ দেওয়া এই উঠতি তারকা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে নাভাসের পাস থেকে মার্কারকে ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় গোলে সিটির বড় ব্যবধানের জয় নিশ্চিত করেন বোনি। ইতিহাদ স্টেডিয়ামে শনিবারের এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই রইল মানুয়েল পেল্লেগ্রিনির দলের। দিনের অন্যান্য ম্যাচে চেলসি ২-০ গোলে অ্যাস্টন ভিলাকে এবং ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে এভারটনকে হারায়। টটেনহ্যাম হটস্পার ও লিভারপুলের মধ্যকার দিনের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়।