Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : সরকারি হস্তক্ষেপের কারণে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক 25সংস্থা ফিফার সদস্যপদ থেকে বহিষ্কৃত হয়েছে কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ)। শুক্রবার ফিফার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর ফিফার কার্যনির্বাহী কমিটির সভায় কুয়েতকে সতর্ক করে দেয়া হয়েছিল। পরিস্থিতির পরিবর্তনের জন্য ১৫ই অক্টোবর সময় বেঁধে দেয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, কেএফএ এবং এর ক্লাবগুলোর ওপর সরকারি হস্তক্ষেপ বন্ধ করা হলে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। ওই সভায় কুয়েতের স্থানীয় ক্লাবগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার সুযোগ দিতেও দেশটির সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তবে এরপরেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শুক্রবার ফিফা এ সিদ্ধান্ত নিলো। এই নিষেধাজ্ঞার ফলে কুয়েত কোনও ধরনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারবে না। কেএফএ কিংবা এর সদস্য বা কর্মকর্তা কেউই ফিফা কিংবা এএফসি থেকে কোনও ধরনের আর্থিক সহায়তাও পাবে না। ফিফা বা এএফসি পরিচালিত কোনও ধরনের কোর্স কিংবা ট্রেনিং প্রোগ্রামেও তারা অংশ নিতে পারবে না। বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমানে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে কুয়েত। গ্রুপ-জি’তে শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ার পরেই তাদের অবস্থান। আগামী ১৭ই নভেম্বর মিয়ানমারের বিপক্ষে কুয়েতের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এমন সিদ্ধান্তের ফলে কুয়েত ফুটবলের সব কিছুই এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।