Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : মাদক পাচারের অভিযোগে ধরা পড়েছিলেন অ্যাশলি 31সিসিলিয়া কাস্তানেদা। তল্লাশিতে তাঁর যৌনাঙ্গ থেকে উদ্ধার হল গুলি ভরা আস্ত রিভলভার। গত সোমবার টেক্সাসের ওয়্যাকো অঞ্চলে রাত ১১টা নাগাদ ট্র্যাফিক আইন লঙ্ঘন করার অপরাধে একটি গাড়িকে থামার নির্দেশ দেয় পুলিশ। কিন্তু গাড়ি তল্লাশির পর চোখ কপালে ওঠে অফিসারদের। বছর তিরিশের চালক গ্যাব্রিয়েল গার্সিয়ার আসনের নীচ থেকে পাওয়া যায় ২.৭ গ্রাম নিষিদ্ধ মাদক মেথামফেটামাইন। পিছনের আসনে বসা মহিলা যাত্রী অ্যাশলি সিসিলিয়া কাস্তানেদার (৩১) ব্যাগ থেকে উদ্ধার হয় আরও ২৯.৫ গ্রাম একই মাদক। তার সঙ্গে মেলে মাদক ওজন করার খুদে দাঁড়িপাল্লা। মাদক পাচারের অভিযোগে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় দু’জনকে। জেলে নিয়ে যাওয়ার পর পুলিশের কাছে অ্যাশলি কবুল করেন, তাঁর যৌনাঙ্গের ভিতর লুকানো রয়েছে গুলি ভর্তি বন্দুক। তল্লাশির পর হুবহু মিলে যায় যুবতীর বয়ান। তাঁর শরীরের গোপনাঙ্গের মধ্যে থেকে উদ্ধার হয় গুলি ভরা .২২ ক্যালিবারের রাউন্ড চেম্বার যুক্ত স্মিথ অ্যান্ড ওয়েসন সেমি অটোমেটিক হ্যান্ডগান। ওয়্যাকো থানার পুলিশ জানিয়েছে, যৌনাঙ্গের ভিতর লুকিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার রীতি অপরাধ জগতে বিরল নয়। তবে কাজটি নিঃসন্দেহে অত্যন্ত বিপজ্জনক। যে কোনও মুহূর্তে পেশির নড়াচড়ার ফলে বন্দুকের ট্রিগারে চাপ পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। উল্লেখ্য, ২০১৪ সালে ১৯ বছর বয়সী ড্যালাস আর্চার নামে এক অভিযুক্তর যোনির ভিতর থেকে উদ্ধার হয় এমনই এক .২২ ক্যালিবারের হ্যান্ডগান। মজার কথা, ওই তরুণীও ট্র্যাফিক আইন অমান্য করার কারণে ধরা পড়েছিল। তার কাছ থেকে উদ্ধার হওয়া বন্দুকটি অবশ্য দোকান থেকে চুরি করা হয়েছিল বলে তদন্তে জানা যায়। মাদক পাচার এবং বে আইনি অস্ত্র বহন করার অপরাধে গ্যাব্রিয়েল ও অ্যাশলি দু’জনকেই কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের ঠাঁই হয়েছে ম্যাকলেনান কাউন্টি জেলে।