Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : ইয়েমেনে সৌদি আরব নেতৃত্বাধীন জোট ভুল করে 38সরকারপন্থি একটি দলের উপর বোমা বর্ষণ করলে অন্তত ২০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় আরও অন্তত ২০ সেনা আহত হয়েছে। শিয়া হুতি বিদ্রোহীদের দমনে প্রায় চার মাস আগে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দক্ষিণ তাইজ ও লাহজ প্রদেশের মধ্যবর্তী স্থানে রোববার এই হামলার ঘটনা ঘটে। সরকারপন্থি একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, “তারা ভেবেছিল হুতি বিদ্রোহীরা এখনও সেখানে অবস্থান করছে। তাই তারা সেখানে বিমান হামলা চালায়।” এ বছরের শুরুতে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে এবং প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদিকে গৃহবন্দী করে। ফেব্র“য়ারিতে সানা থেকে পালিয়ে যান হাদি। মার্চ মাস থেকে হাদি সরকারপন্থি ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় চার মাস ধরে েেসৗদি জোট ইয়েমেন সরকারের পক্ষে সেখানে বিমান হামলা চালানো শুরু করে। হাদিপন্থি বাহিনী জুলাইয়ের মাঝামাঝিতে হুতি বিদ্রোহীদের হটিয়ে লাহজসহ দক্ষিণের আরও চারটি প্রদেশের নিয়ন্ত্রণ পুনরায় নিজেদের হাতে নেয়। কিন্তু তাইজের পাহাড়ী এলাকায় এখনও সংঘর্ষ চলছে। গত বছর থেকে ওই এলাকা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। রাজধানী সানা যাওয়ার প্রধান সড়ক তাইজের মধ্য দিয়ে গেছে। মরু প্রদেশ জাওয়াফে অন্য একটি বিমান হামলায় ১৩ হুতি যোদ্ধা নিহত হয়েছে। আর সানার পূর্বদিকের প্রদেশ মারিবে হুতিদের গোলার আঘাতে সরকারপন্থিদের তিন সেনা প্রাণ হারিয়েছে। জাতিসংঘ জানায়, মার্চ মাস থেকে ইয়েমেনে সংঘর্ষ শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে, বাস্তুহারা হয়েছে প্রায় ১৫ লাখ মানুষ।