খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ :তোফাজ্জল হোসেন ঃ আদর্শ মানুষ গড়ে তোলার দায়িত্ব পালন করছে নরসিংদী মডেল কলেজ।গত শনিবার সকালে নরসিংদী ড্রিম হলিডে পার্ক অডিটরিয়মে নরসিংদী মডেল কলেজের এক নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান একথা বলেন।এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম। নবীন বরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী। কলেজ গভর্নিং বডির সভাপতি আহমেদ হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা পেশ করেন কলেজের রেক্টর অধ্যাপক মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সরকার আদম আলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা আলামিন, গভর্নিং বর্ডির সদস্য কামরুল ইসলাম, জাকারিয়া প্রধান, মাহবুবুর রহমান, প্রভাষক মুনীর হাসান।
উল্লেখ্য যে, নরসিংদী মডেল কলেজ ২০০৮ সালে জাতীয় মেধা তালিকায় ৭ম এবং ২০১৪ সালে ২০ তম স্থান অধিকার করে নরসিংদী শিক্ষাঙ্গনে রেকর্ড স্থাপন করে। নবীনবরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।