
খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : দুই বিদেশি হত্যাকাণ্ড নিয়ে সরকার ‘ব্লেইম গেইম’ খেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজ
রুল ইসলাম খান।আজ রোববার বিকেলে এক দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন।নজরুল ইসলাম বলেন, আমরা এক দুঃসময় অতিক্রান্ত করছি। অতি সম্প্রতি আমরা দেখলাম যে বিদেশীদের হত্যাকাণ্ডে আমরা তীব্র নিন্দা জানিয়েছি, তাদের খুনীদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি করেছি। সেই অভিযোগও আমাদের ওপরই চাপানোর চেষ্টা হচ্ছে। পত্রিকায় খবর বের করা হচ্ছে, আমাদের অত্যন্ত সংগ্রামী সহকর্মী হাবিব উন নবী সোহেলকে জড়িত করা হচ্ছে।
তিনি বলেন, এই ব্লেইম গেইম বন্ধ করা হউক। যারাই আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হবে, তাদের সন্দেহমূলক বিভিন্ন অভিযোগ প্রচার করা হবে- এটা বন্ধ করা হউক। এটা অন্যায়, এটা অনাচার।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ১৬ সেপ্টেম্বর চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যান খালেদা জিয়া।
দুই বিদেশি হত্যা নিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের দোষারোপমূলক বক্তব্য প্রদানের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, আমরা দেখছি যে কোনো ঘটনা ঘটলেই কারো বিরুদ্ধে কোনো তদন্ত ছাড়া কিংবা কোনো কিছু প্রমাণ হওয়ার আগে দেশের সর্বোচ্চ স্থান থেকে মন্ত্রিসভার সদস্যরা পর্যন্ত বিরোধী দলকে অভিযুক্ত করে কথা বলেন। এটা আইনকে প্রভাবিত করা এবং বিচারকে প্রভাবিত করার শামীল। এরজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা।
নজরুল ইসলাম বলেণ, দুর্ভাগ্য আমাদের- নির্বিঘ্নে তারা কোনো প্রমাণ ছাড়াই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করছেন। কোনো তদন্ত ছাড়া তারেক রহমানকে অভিযুক্ত করা হচ্ছে। কোনো প্রমাণ ছাড়া হাবিব উন নবী সোহেলসহ নেতৃবৃন্দকে অভিযুক্ত করা হচ্ছে। এসব বন্ধ করা হউক।
দলের নেতা-কর্মীদের সর্তক থাকার আহবান জানিয়ে বলেন, যারাই সক্রিয় হবে, যারাই গণতন্ত্রের কথা বলবে, যারাই আন্দোলনের কথা বলবে, নির্বাচনের কথা বলবে, তাদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে। তাই আমি অনুরোধ করব এই সময়টা হুশিয়ার থাকার সময়।
গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন চলবে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, আমরা জনগনের ন্যায়সঙ্গত দাবি আদায়ে কাজ করতে চাই। সেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আন্দোলন-সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা কাজ করেছি, করছি এবং করব ইনশাল্লাহ।
এ সময় অন্যদের মধ্যে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, উলাম দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনির হোসেন, সহসভাপতি সাইফুল ইসলাম পটু, মারুফ আল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।