Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের অনবদ্য নৈপুণ্যে টেস্ট 54ম্যাচে ৪ দিনেই ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। শনিবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ উইকেটে ৬৭ রান নিয়ে খেলা শুরু করে ফলো অনে পড়া ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের আবার ব্যাটিং করাতে আরও ১৬৬ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু প্রথম ঘণ্টাতেই ৩ উইকেট হারানোয় কাজটা কঠিন হয়ে যায়। ৪র্থ দিন নিজের তৃতীয় ওভারেই আঘাত হানেন প্রথম ইনিংসে ৬৮ রানে ৬ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার হেরাথ। পরপর দুই বলে দেবেন্দ্র বিশু ও মারলন স্যামুয়েলকে ফেরান তিনি। নাইটওয়াচম্যান বিশু ক্যাচ দেন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। আর মুখোমুখি হওয়া প্রথম বলটি ছেড়ে দিয়ে এলবিডব্লিউ হন স্যামুয়েলস। প্রথম ঘণ্টায় আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকেও হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৮৮ রানে ৫ উইকেট হারানো দলটির হয়ে দারুণ লড়াই করেন তরুণ ব্ল্যাকউড। দিনেশ রামদিনের সঙ্গে ৪৮ ও জেসন হোল্ডারের সঙ্গে ৩৬ রানের দুটি জুটিতে প্রতিরোধ গড়েন ব্ল্যাকউড। রামদিন ও হোল্ডার দুই অঙ্কে পৌঁছে ফিরে গেলে বাকি সময়টুকু প্রায় একাই খেলতে হয় ডানহাতি এই ব্যাটসম্যানকে। কেমার রোচ ও জেরোম টেইলর দ্রুত ফিরে গেলেও হাল ছাড়েননি ব্ল্যাকউড, ১১ নম্বর ব্যাটসম্যান শ্যান গ্যাব্রিয়েলকে নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। দলের ইনিংস হার এড়ানোর প্রান্তে গিয়ে ফিরে যান ব্ল্যাকউড। ধাম্মিকা প্রসাদের বল উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে তিনি কৌশল সিলভার ক্যাচে পরিণত হলে ২২৭ রানে থেমে যায় অতিথিদের ইনিংস। মাত্র ৮ রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় শতক পাননি ব্ল্যাকউড। ২৩৫ বলে খেলা তার ৯২ রানের দারুণ ইনিংসটি ১০টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। ১০ম উইকেটে তার সঙ্গে ৩৮ রানের জুটি গড়া গ্যাব্রিয়েল অপরাজিত থাকেন ৭ রানে। এদিকে ৭৯ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসেও হেরাথ শ্রীলঙ্কার সেরা বোলার। ম্যাচে ১৪৭ রানে ১০ উইকেট নেন তিনি। দিমুথ করুনারতেœ ও দিনেশ চান্দিমালের শতকে প্রথম ইনিংসে ৪৮৪ রানের বিশাল সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। প্রথম ১০ ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কে পৌঁছালেও প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার কলম্বোয় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।