খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : সূচকের বড় ধরনের পতনের মধ্যে দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। একই চিত্র ছিল অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। দিনশেষে ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) ৬৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৮ পয়েন্টে অবস্থান করছে। এর আগের কার্যদিবস বৃহস্পতিবারও পুঁজিবাজারে দরপতনে শেষ হয়েছিল লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন হয় ৩১০ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ৯৩ কোটি টাকা বা ২৩ দশমিক ১৪ শতাংশ কম। আগের দিন এ বাজারে ৪০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। ঢাকার বাজারে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিলস, সাইফ পাওয়ারটেক, কেডিএস এক্সেসরিজ, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। দিনশেষে সিএসইর সার্বিক সূচক ২৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৯ কোটি টাকা। লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।