Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান 65মেনন এমপি বলেছেন, ‘যারা কাবিখা, ভিজিএফ কার্ডের চাল, ১শ’দিনের কর্ম সৃজনশীল প্রকল্পসহ গ্রামের হতদরিদ্র মানুষের হক মেরে খায় তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।’ রবিবার বিকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা ক্ষেত মজুর ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘এবারের শ্রমিক নীতিতে কৃষি শ্রমিককে শ্রমিকের অন্তভুক্ত করা হয়েছে। ক্ষেতমজুর, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় বলেই খাদ্যের উৎপাদন ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ অর্থনীতির যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার পেছনে রয়েছে এই কৃষকরা।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশকে পাকিস্তানি-তালেবানি-জঙ্গি রাষ্ট্র বানাতে চায়, মসজিদে, মন্দিরে, গীর্জায় বোমা মেরে মানুষ হত্যায় মেতে ওঠার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দেশবাসীকে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।’ জেলা ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি মো. শাহাদত হোসেন মোল্যার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি নড়াইল-২ আসনের এমপি শেখ হাফিজুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দীপংকর সাহা দিপু, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান স্বপ্না সেন প্রমুখ।