খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : ৪টি গোল করে রায়ো ভায়েকানোর বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পাইয়ে দিতে নেইমারের ভূমিকা অপরিসীম। তাই তার এই দুর্দান্ত গোল উৎসবের খেলা দেখে বার্সা কোচ লুই এনরিক এক কথায় বলছেন ‘শাসরুদ্ধকর’। শনিবার লা লিগার হাইভোল্ডেজ ম্যাচে রায়ো ভালকানোর বিপক্ষে ৫-২ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইনজুরির কারণে প্রধান স্ট্রাইকার লিওনেল মেসির অনুপস্থিতিতে বার্সার জন্য এটি বড় পাওয়া। তাই খুশিতে আত্মহারা হয়ে বার্সা কোচ এনরিক যেন নেইমারের প্রশংসায় ভাসছেন। তিনি বলেন, ‘নেইমার ছিল বিদ্যুৎ চমকের মতো। তাকে সামলানোর সময় ডিফেন্ডারদের সামনে দুটি অপশন থাকে। হয় তাকে গোল করতে দিতে হবে, নইলে পেনাল্টি দিতে হবে। এক শব্দে বলতে গেলে সে ছিল শাসরুদ্ধকর।’ তিনি আরও বলেন, ‘এই জয়ে এবং আমরা যেভাবে খেলেছি তাতে খুব খুশি আমি। রায়ো ভালো দল। তাদের বিপক্ষে লড়তে হয়েছে আমাদের।’ নিজের পারফরম্যান্সের ব্যাপারে ব্রাজিলের এই ফুটবল বিস্ময় বলে তিনি বলেছেন, ‘আমি কিভাবে করেছি বা কি করেছি তা ব্যাখ্যা করার মতো না। এসব আসলে অনেক প্র্যাকটিসের ফল।