Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : নিরাপত্তার অজুহাতে সফর স্থগিত করলেও চলতি মাসের 75শেষে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবি সূত্রে জানা গেছে, প্রোটিয়া নারীদের আগমনের সম্ভাব্য তারিখ ২৮ অক্টোবর। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের আসার কথা ছিল এ মাসের ১৪ তারিখ কিন্তু বিসিবি ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের যৌথ সিদ্ধান্তে সফরটি স্থগিত করা হয়। বিসিবি সভাপতি আইসিসির বৈঠকে গিয়ে দক্ষিণ আফ্রিকা বোর্ড প্রতিনিধিদের সামনে নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। ওই পরিকল্পনায় তারা সন্তুষ্ট হয়ে দ্রুততম সময়ের মধ্যে দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বলে জানান নাজমুল হাসান। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের সফরও স্থগিত হয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে যে, তারা আসছে। নতুন সূচি চেয়েছে তারা। আমরা বৃহস্পতিবার তা পাঠিয়ে দিয়েছি। তারা কবে আসবে, সে তারিখ আমাদের নিশ্চিত করে জানিয়ে দেবে।’ বাংলাদেশ সফর স্থগিত করায় আইসিসির বৈঠকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ওয়ালি অ্যাডওয়ার্ডস ভীষণ দুঃখ প্রকাশ করেছেন জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘অস্ট্রেলিয়া আসেনি বলে বারবার দুঃখ প্রকাশ করেছে। বৈঠকে আনুষ্ঠানিকভাবে সবার সামনে দুঃখ প্রকাশ করেছেন তিনি। আসলে ইতালিয়ান নাগরিক হত্যার পর সবাই আইএসের সংশ্লিষ্টতা নিয়ে বলাবলি করায় তারা ঘাবড়ে গিয়েছিল। অবশ্যই সেটা তারা পুষিয়ে দেবে। সমস্যা হচ্ছে, অস্ট্রেলিয়ার সূচি খুবই ব্যস্ত।’ তিনি আরও বলেন, ‘টেস্ট খেলতে আসতে চাইলে ২০১৬ সালের শেষ বা ২০১৭ সালের আগে তাদের সূচি ফাঁকা নেই। তবে তারা যে আসবে, সেটা সবার সামনে নিশ্চিত করেছে। এর সঙ্গে এটাও বলেছে, সামনে যখন তারা ভারত বা শ্রীলংকা সফরে আসবে তখন আমাদের সঙ্গে দু-একটা ম্যাচ খেলার চেষ্টা করবে।’ প্রসঙ্গত, সফরে তারা বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বলে জানা গেছে।