খোলাবাজার প্রতিবেদক ঃ সুন্দরবন ধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চে পুলিশী হামলা ও মোর্চার সমন্বয়ক কমরেড সাইফুল হক সহ নেতা-কর্মীদের আহত করায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া আজ সোমবার এক বিবৃতিতে বলেছেন,
“ জনসমর্থিনহীন এই সরকার বিরোধী মত দমনে বর্বও আচরনের বাহঃপ্রকাশ ঘটাচ্ছে। তারা তাদের মতের বিরোধী শক্তির শান্তিপূর্ণ কর্মসূচীও বরদাস্ত করতে পারছে না। বাম মোর্চার রোড মার্চ কর্মসূচিতে সশস্ত্র হামলা, কর্মসূচি অংশগ্রহণে বাধা ও গাড়ি বহরকে পুলিশ-র্যাব-গোয়োন্দা সংস্থা দিয়ে ঘেরাও করে রাখা সরকারের অসহিষœু আচরনেরই বহিঃপ্রকাশ।
নেতৃদ্বয় বলেছেন, বাংলাদেশের জনগণ বার বার প্রমাণ করেছে তাদের ন্যায্য আন্দোলন-সংগ্রাম দমন-পীড়নের মাধ্যমে বন্ধ করা যায় না, বরং সংগ্রাম নিপীড়নে দ্বিগুণ জ্বলে ওঠে। সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষেই পুলিশ দিয়ে দেশের জনগণের কন্ঠরোধ করছে। তারা মনে করছে বিরোধী দলের কন্ঠরোধ করেই ক্ষমতায় টিকে থাকতে পারবে।
ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহবান জানিয়ে নেতৃদ্বয় বলেন, জনগণের মতামতের বাইরে যেয়ে, বিরোধী মতকে স্তব্ধ করে, পুলিশের শক্তির ওপর ভর করে কখনোই পার পাওয়া সম্ভব নয়।”
খোলাবাজার/জিএমবি/এমবি/১৯-১০-১৫