Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা এবং মুসলিম সম্প্রদায়ের আশুরার তাজিয়া মিছিল একই দিন হওয়ায় ধর্মীয় আনুষ্ঠানিতা পালনে আলাদা সময় বেঁধে দিয়েছে পুলিশ।
২৩ অক্টোবর শুক্রবার দুর্গাপূজার প্রতিমা বিসর্জন করবে হিন্দুরা। একই দিন মুসলিমরা শোকাবহ আশুরার তাজিয়া মিছিল বের করে।
রোববার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ পূজা আয়োজক কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিমা বিসর্জনের সময় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেঁধে দিয়েছে।
এরপর সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত পর্যন্ত তাজিয়া মিছিল করা যাবে।
এছাড়া জুমার নামাজ আদায়ের সুবিধার্থে শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পূজার শোভাযাত্রা না করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মহানগর পুলিশ।
পুরান ঢাকার ওয়াইজ ঘাট ও আশুলিয়ার বি আইউব্লিউটিএ এর ল্যান্ডিং স্টেশনে প্রতিমা বিসর্জন হবে।
পুলিশ বলেছে, ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য সকাল ১০টার আগে শোভাযাত্রা নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে জড়ো হতে হবে।
এবার ঢাকার ২২২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পুলিশ কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া বলেন, মণ্ডপে প্রবেশ ও বের হওয়ার আলাদা ব্যবস্থা থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। মণ্ডপে আসার আগে নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে আসতে হবে।
পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করার পাশপাশি সোয়াট দল, বোম ডিসপোজাল ইউনিট সদস্যরাও সতর্ক অবস্থানে থেকে সর্ব্বোচ্চ নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
এবার রাজধানীতে মণ্ডপে ৬ হাজারেরও বেশি পুলিশ এবং আশুরায় দুই হাজারের বেশি পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
পূজামণ্ডপে চাঁদাবাজি, ইভটিজিং এর কোনো ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতেও পুলিশ সতর্ক রয়েছে।
আছাদুজ্জামান মিয়া জানান, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ভ্রমণে যে সতর্কতা জারি করেছে তা রুটিন ওয়ার্ক। তবে পুলিশ সবকিছু মাথায় রেখেই দায়িত্ব পালন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান, যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, কৃষ্ণপদ রায়, উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম প্রমুখ।