Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : রাজশাহীতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকার হত্যা মামলার আসামি জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল (৪২) ও শাহ মখদুম থানা জামায়াতের আমির জিল্লুর রহমান ঈশাকে (৫৫) সোমবার গভীর রাতে শহরের তেরোখাদিয়া থেকে গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানিয়েছেন।
তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে তিনি জানান।
পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, “ইমাজ উদ্দিনকে প্রথম গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিল্লুরকে গ্রেপ্তার করা হয়।”
দুজনই কনস্টেবল সিদ্ধার্থ হত্যাসহ বেশ কয়েকটি নাশকতার মামলার আসামি, বলেন পুলিশের এই কর্মকর্তা।
২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাজশাহী শহরের ভুবন মোহন পার্কে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাইনুল ইসলামের হুমিকর আধাঘণ্টার মাথায় রাজাহাতা লোকনাথ স্কুল মোড়ে পুলিশের চলন্ত ট্রাকে বোমা হামলা হয়।
হামলায় আহত নয় পুলিশের মধ্যে সিদ্ধার্থ চন্দ্র সরকারকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর ওই রাতেই বোয়ালিয়া থানার এসআই রফিকুল ইসলাম হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের সাড়ে তিনশ নেতাকর্মীকে আসামি করা হয়।
মিনু, বুলবুল, ইমাজ ছাড়াও মামলায় আরো যাদের নাম উল্লেখ করা হয় তাদের মধ্যে রয়েছেন- বিএনপির জেলা সভাপতি নাদিম মোস্তফা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আ স ম মামুন শাহিন, মাইনুল ইসলাম ও মাহবুব হাসান বুলবুল প্রমুখ।