খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : মিথ্যা ও ভুল তথ্য সংবলিত সংবাদ প্রচার এবং প্রকাশের অভিযোগ এনে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। একইসঙ্গে যুগান্তর পত্রিকার প্রকাশ বন্ধের আদেশ চেয়ে আবেদন করা হয়েছে। আজ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ শাহাদাত হোসেনের আদালতে গ্রামীণফোনের এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পৃথক মামলায় ওই দুটি গণমাধ্যমের প্রত্যেকটির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।