Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : টানা তিন দিন সূচকের পতন শেষে সপ্তাহের দ্বিতীয় 22কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারেই সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অঙ্কে আগের দিনের তুলনায় লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। দিন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক (ডিএসইএক্স) ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৩৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৪ কোটি ৯০ লাখ টাকা বা ৮ দশমিক ০১ শতাংশ বেশি লেনদেন। আগের দিন এ বাজারে ৩১০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর। ঢাকার বাজারে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, কেডিএস এক্সসরিজ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, গ্রামীণফোন, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, বিএসআরএম স্টিলস, সিটি ব্যাংক এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি। দিন শেষে অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৬ পয়েন্টে। লেনদেন হয় ২৯ কোটি টাকার। মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টি কোম্পানির, দর কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।