খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ :অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনে সাত বিশিষ্ট ব্যক্তির সাক্ষ্য গ্রহণের যে আবেদন জানানো হয়েছে, তা আমলে নেয়া হবে কি না সে বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।
তিনি বলেন, ইতিপূর্বে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় ট্রাইব্যুনাল ও আপিল বিভাগ এই সম্পর্কিত সাক্ষীদের বক্তব্য বিচার বিবেচনা করে সেটা গ্রহণ করেননি।
অ্যাটর্নি জেনারেল বলেন, রিভিউ আবেদনের জন্য নির্ধারিত সময় ১৫ দিন। কিন্তু সালাউদ্দিন কাদেরের রিভিউ আবেদন ১৫ দিনের পরে করা হয়েছে। আমি আদালতকে বলবো, তাদের সাক্ষ্য গ্রহণের আবেদন বিবেচনায় নিলে অরাজকতা সৃষ্টি হবে।
তিনি বলেন, রিভিউ আবেদনের শুনানির জন্য দিন ধার্য করার জন্য আগামীকাল মঙ্গলবার তিনি আদালতে আবেদন জানাবেন।