খোলা
বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সেনানিবাস এলাকায় ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে উর্দ্ধমূখী ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়। সোমবার সংসদ ভবনে কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান এবং হোসনে আরা বেগম সভায় অংশগ্রহণ করেন। সভায় কমিটির ১২তম বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চলমান গুরুত্বপূর্ণ কার্যাবলী ও সিদ্ধান্তসমূহ উপস্থাপন করে আলোচনা করা হয়। সামরিক ভূমি ও সেনানিবাস অধিদফতরকে (সাভূসে) আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ওপর বিস্তারিত তথ্য সম্বলিত একটি মাল্টিমিডিয়া উপস্থাপন করা হয়।
কমিটি সামরিক ভূমির দখল ও মালিকানা নিশ্চিত করার পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে।
এছাড়াও বসবাসরত জনগণের ভোগান্তি লাঘবের জন্য সেনানিবাস এলাকার ভূমির মালিকানা ও ফ্ল্যাট দ্রুততার সাথে হস্তান্তরের অনুমতি প্রদানের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, তিন বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
খবর বাসসের।