Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির 24মঙ্গলবার পরিদর্শনে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্দির ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার বিকেল থেকে এসএসএফ, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, এনএসআই, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্দিরসহ আশপাশের এলাকা পরিদর্শন করেন। ডগ স্কয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পূজা মন্ডপ ঘুরে নিরাপত্তা পর্যবেক্ষন করেন। এছাড়া মন্দিরে পুলিশ কন্ট্রোল রুম ও সিসিটিভির মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে। মহানগর কেন্দ্রীয় পূজা মন্ডপ শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী মন্দিরে আসবেন। তার আগমন উপলক্ষে মন্দিরের নিরাপত্তাসহ সকল কাজ সম্পন্ন করা হচ্ছে। এদিন দুস্থদের মাঝে বস্ত্র বিতরন করা হবে। তিনি জানান, সোমবার সন্ধ্যায় ষষ্ঠী বিহিত পূজা, সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস এবং সন্ধ্যায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান। মঙ্গলবার দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও মহাসপ্তমী বিহিত পূজা। দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা। এদিকে হিন্দুধর্মালম্বীরা যাতে নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।