Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : গরু জবাইকারী সন্দেহে পেট্রল বোমা হামলায় আহত 27শ্রীনগরের ট্রাক ড্রাইভার জাহিদ রসুল ভাট দিল্লির সফদারজঙ্গ হাসপাতালে মৃত্যুবরন করেন। এ ঘটনায় সোমবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয় কাশ্মীর উপত্যকা।ইতিমধ্যে জারি করা হয়েছে কারফিউ। শ্রীনগরে জানাযা হবে ভাটের। প্রশাসনিক তরফ থেকে জানানো হয়েছে, শ্রীনগরের পরিস্থিতি খারাপ জায়গায় যেতে পারে। সেই কারণে কারফিউ জারি করা হয়েছে। প্রসঙ্গত, উধমপুরের কাছে জম্মু-কাশ্মীর হাইওয়ের ওপরে জাহিদ ভাট ট্রাকটিকে দাঁড় করিয়ে রেখেছিল। স্থানীয় বাসিন্দাদারা গরু জবাইকারী সন্দেহ করে তাদের ওপর পেট্রল বোমা ছোঁড়ে। বোমার আঘাতে গুরুতর আহত হন জাহিদ এবং খালাসি সৌকত আহমেদ ধর। পুলিশের ধারণা, উধমপুরে ৩টি গো হত্যার কারণে জাহিদের সন্দেহ করে স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কাজনক অবস্থায় দিল্লিতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার নিন্দা করে কংগ্রেস নেতা ওমর আবদুল্লাহ মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে বলে জানান, কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মুহাম্মদ সাঈদ। আহত দুই কাশ্মীরিকে দেখতে তিনি দিল্লির হাসপাতালে যান । কারফিউ জারির পর কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের এবং সমস্ত স্কুলে পরীক্ষা বাতিল করে দেয়া হয়েছে।