খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র মোবাইল অপারেটর গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির এই আয় কমেছে। সোমবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই ‘১৫ থেকে সেপ্টেম্বর ‘১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৩ টাকা ৯৬ পয়সা। অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি ‘১৫ থেকে সেপ্টেম্বর ‘১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ১১ টাকা ৭৯ পয়সা। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ১৯ টাকা ৫৫ পয়সা। আগের বছর এ সম্পদের পরিমাণ ছিল ২০ টাকা ৩৫ পয়সা। এ হিসাবে গ্রামীণফোনের শেয়ারপ্রতি সম্পদ কমেছে ৩.৯৩ শতাংশ। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে প্রায় ৫০০ কোটি টাকা তুলে নেয় গ্রামীণফোন; যার প্রায় ৫৬ শতাংশ শেয়ার রয়েছে নরওয়েভিত্তিক টেলিনর এর কাছে। গ্রাহক সংখ্যার দিক থেকে বাংলাদেশে শীর্ষে অবস্থান করছে গ্রামীণফোন, যার গ্রাহক সংখ্যা তাদের হিসেবে গত জুলাই শেষে ছিল ৫ কেটি ৩৯ লাখ। রবি ও এয়ারটেলের গ্রাহক সংখ্যা তিন কোটি ৭০ লাখ। একীভূত হলে গ্রামীণফোনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হবে তারাই। দুটি মোবাইল অপারেটরের একীভূত হওয়ার উদ্যোগ, নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের খবর, সিম কার্ড নতুন করে নিবন্ধন-দেশের টেলিকম খাতের এরকম নানা খবরের মধ্যে গ্রামীণফোনের শেয়ারের দরে নিম্নমুখী ধারা লক্ষ্য করা গেছে।