Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির 44নেতা ডা. রেনিনসোকে পাঁচদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ১৪ অক্টোবর উপজেলার ইসলামপুর আদর্শগ্রাম এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে রেনিন সোকে আটক করে বিজিবি। এর দেড়মাস আগে একই উপজেলায় অবস্থিত তার বাড়ি থেকে তার এক সহযোগী ও বাড়ির দুই কেয়ারটেকারকে আটক করে যৌথবাহিনী। একই সঙ্গে আগামী ২ নভেম্বর তার বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। রিমান্ড শেষে আজ সোমবার রেনিন সোকে রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাবরিনা আলীর আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ আদালতকে জানায় জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল্লাহ সরকার জানিয়েছেন, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রেনিন সো। এখন তার কাছে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হবে। প্রয়োজনে আবারও তার রিমান্ড চাওয়া হতে পারে ডা. রেনিন সোর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন, অবৈধ অনুপ্রবেশ এবং বিদেশি মুদ্রা পাচার আইনে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ।