Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : নারীর চেহারাসহ হাত ও পায়ের পর্দাকে মুস্তাহাব ঘোষণা করল পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় সংস্থা কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি (সিআইআই)। সংস্থাটির মতে নারীর এই তিন অঙ্গের পর্দা ওয়াজিব নয়।
সিআইআই-এর উর্ধ্বতন কর্মকর্তা মাওলানা মুহাম্মদ খান শিরানি বলেন, হাত, পা ও চেহারা ঢাকা ওয়াজিব নয় বরং মুস্তাহাব। নপুংশকদের ক্ষেত্রেও একই হুকুম।
সোমবার সিআইআই-এর এক গুরুত্বপূর্ণ বৈঠক মাওলানা মুহাম্মদ খান শিরানি’র তত্ত্বাবধানে ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। বৈঠকে শরয়ী পর্দার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পর্দার বিষয়ে নানারকম মতামত বিশ্লেষণ শেষে ওই ফতোয়া দেয়া হয়।
তবে বৈঠকে এটিও বলা হয়, কোথাও সামাজিকভাবে চেহারা না ঢাকার কারণে নারীর ক্ষতির আশঙ্কা থাকলে ভিন্ন বিষয়। সেখানে পর্দা করা বা চেহারা, হাত ও পা ঢাকা ওয়াজিব হবে।
উল্লেখ্য, পাকিস্তান ছাড়া অন্য দেশে এ ফতোয়া কার্যকর হবে কিনা বিষয়টি জানা যায়নি।