খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : লিবিয়ার বেনগাজিতে সহিংসতায় ৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। বেনগাজির আল-জালা হাসপাতাল নিহতদের সম্পর্কে গণমাধ্যমকে তথ্য দিয়েছে। সোমবারের এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। খবর এএফপির।
এদিকে বেনগাজিতে ইসলামিক স্টেট ২ ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে বলে দাবি করে। বেনগাজিতে হঠাৎ করে কেন সহিংসতা হল? এবং কাদের মধ্য হলো? তা প্রকাশ করেনি সেখানকার সরকার। ধারণা করা হচ্ছে, এই সহিংসতার পিছনে রয়েছে ইসলামিক স্টেট। বেনগাজির সহিংসতায় নিহতদের মধ্যে শিশু রয়েছে। যাদের বয়স ১০ বৎসরের কম।
বেনগাজির তোবরুক সরকারের সেনাবাহিনী সূত্র সহিংসতার বিষয়টি নিশ্চিত করেছে। তবে সহিংসতা কারা ঘটিয়েছে সেটি প্রকাশ করেনি। এদিকে লিবিয়ার ইসলামিক স্টেট একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে পূর্ব লিবিয়ায় ২ ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে বলে দাবি করা হয়।
প্রসঙ্গত, পুরো লিবিয়া শাসন করছে দুটি গোষ্ঠী একটি তোবরুক থেকে লিবিয়া নিয়ন্ত্রণ করছে। অন্য গোষ্ঠী ত্রিপোলি থেকে দেশ শাসন করছে। তবে সম্প্রতি জাতিসংঘ এ দুটি সরকার ব্যবস্থা ভেঙ্গে একটি নতুন ঐক্যমত্যের সরকার গড়ার ঘোষণা দেয়। যেটি মেনে নিতে পারেনি লিবিয়ার ত্রিপোলি ও তোবরুক সরকার।