খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : প্রশিক্ষণ সমাপনী পরীক্ষায় নকলের অপরাধে চাকরি হারিয়েছেন গোল্ডম্যান স্যাকসের ২০ জুনিয়র অ্যানালিস্ট। একই অপরাধে গত মাসে চাকরি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপি মরগানের ১০ কর্মী।
গোল্ডম্যান স্যাকসের মুখপাত্র সেবাস্টিয়ান হোয়েল এ প্রসঙ্গে বলেন, এ ধরনের আচরণ স্পষ্ট নিয়ম লঙ্ঘন নয় শুধু, আমরা প্রতিষ্ঠানে যে মূল্যবোধের চর্চা করি, তার সঙ্গেও সঙ্গতিহীন।
প্রতিষ্ঠানের সিইও লয়েড সি. ব্ল্যাংকফিন গর্বভরে গোল্ডম্যান স্যাকসকে বিনিয়োগ ব্যাংকিং জগতের ‘এমপ্লয়ার অব চয়েস’ বলে উল্লেখ করে বলেন, এহেন নাক উঁচা কোম্পানিতে কর্মরতরাই কিনা প্রশিক্ষণ সমাপনী পরীক্ষায় নকল করলেন!
প্রসঙ্গত, ওয়াল স্ট্রিটের ব্যাংকাররা প্রায়ই মৌলিক প্রশিক্ষণ ও কমপ্লায়েন্স ট্রেনিংয়ের বৈতরণী পার হতে পরস্পরের সাহায্য নেন। এক্ষেত্রে ব্যাংকাররা একে অন্যকে পরামর্শ দেন এবং কোম্পানির অভ্যন্তরীণ পরীক্ষায় উত্তরণে সাহায্য করেন। সাম্প্রতিক বছরগুলোয় নিয়ন্ত্রক সংস্থার কড়াকড়ির কারণে বড় ব্যাংকগুলো এ প্রবণতা প্রতিরোধে জোর দিচ্ছে।
বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের সিকিউরিটিজ শাখায় কর্মরত ২০ জুনিয়র ব্যাংকার নকলবাজিতে ধরা পড়ে চাকরি হারিয়েছেন। এদের কয়েকজন এরই মধ্যে বরখাস্ত হয়েছেন, অন্যদেরও চাকরি যাওয়ার পথে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজ অ্যান্ড কোম্পানি গত মাসে একই কারণে তাদের ১০ কর্মীকে চাকরিচ্যুত করেছে।
হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক জে লোরচ বলেন, কর্মী নিয়োগ ও প্রশিক্ষণে কোম্পানিগুলোকে আরো সতর্ক হতে হবে। লোরচ একসময় গোল্ডম্যান স্যাকসের পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন।
তিনি বলেন, শিক্ষানবিশ কর্মীদের যে ধরনের তত্ত্বাবধান ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে, তা যথেষ্ট নয়। এজন্য যারা অসাধু উপায় অবলম্বন করছে, আপনি তাদের দোষারোপ করতে পারেন, আবার যারা এসব কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে, তাদেরও দোষী করতে পারেন।
১৯৮৪ সাল থেকে ফরচুন ম্যাগাজিন ‘কাজের জন্য বিশ্বের সবচেয়ে আরাধ্য ১০০টি কোম্পানি’র তালিকা প্রকাশ করছে। প্রথম থেকে অদ্যাবধি বরাবরই এ তালিকায় রয়েছে গোল্ডম্যান স্যাকস। খবর ব্লুমবার্গ।