খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : বৈদেশিক মুদ্রার বিনিময় হার ‘স্থিতিশীল’ থাকায় বাংলাদেশ এখন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ‘নিরাপদ বিনিয়োগ ক্ষেত্র’ বলে মন্তব্য করেছেন গভর্নর আতিউর রহমান।
সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আতিউর বলেন, “স্থিতিশীল বিনিময় হার বাংলাদেশের জন্য শ্লাঘার বিষয়। বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী বিনিময় হার বজায় রেখেছি আমরা। কয়েক বছর ধরে ডলার-টাকার বিনিময় হার স্থিতিশীল। এতে রপ্তানি ও রেমিটেন্স উপকৃত হয়েছে।
“বাংলাদেশ ব্যাংক প্রতিদিন ডলার কিনে, আবার দরকারে বিক্রি করে এই অবস্থান ধরে রেখেছে। আমরা (বাংলাদেশ ব্যাংক) যদি ডলার না কিনতাম, তাহলে ডলারের দর ৭০ টাকার নিচে নেমে যেত।”
গভর্নর বলেন, “এই স্থিতিশীল বিনিময় হারের কারণে যেমন রপ্তানিকারক ও প্রবাসীরা উপকৃত হচ্ছে তেমনি দেশে-বিদেশি বিনিয়োগ আসারও ক্ষেত্র তৈরি করেছে। কারণ বাংলাদেশে বিনিয়োগে বিনিময় হারের ঝুঁকি সবচেয়ে কম।”
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ২৬ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রার মজুদ রয়েছে। গত কয়েক বছর ধরে টাকা-ডলারের বিনিময় হার ৭৭ থেকে ৭৯ টাকার মধ্যে রয়েছে।
অনুষ্ঠানে গভর্নর বলেন, “আমি মনে করি চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে। কারণ আইএমএফ তাদের সর্বশেষ ফোরকাস্টে বলেছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। আইএমএফ সব সময় একটু কম করে প্রক্ষেপণ করে। এজন্য আমি মনে করছি, ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে এবার।”