খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অনিশ্চয়তায় পড়েছে তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। তবে নিজেদের ফিরে পেতে ঘাম ঝড়াচ্ছেন ২ পেসারই।
‘এ’ দলের হয়ে ভারত সফরে পায়ের ইনজুরিতে পড়েছিলেন রুবেল হোসেন। তাই এখন নিজেকে তৈরির চেষ্টায় মিরপুরের প্র্যাকটিস সেন্টারে ফিট হতে লড়ছেন সময়ের সবচেয়ে গতিময় বোলার।
ভারত সফরে গিয়ে রুবেলের মত একই পরিনতি ঢাকা এক্সপ্রেস নামে খ্যাত তাসকিন আহমেদের। তবে সাইড স্ট্রেইন থেকে ফিট হয়ে ওঠাটা রুবেলের চেয়েও সময় সাপেক্ষ। তাই জিম্বাবুয়ের বিপক্ষে নাও থাকতে পারেন তিনি।
তবে .২ পেসারের অনুপস্থিতি আর ইনজুরি বিপদ সংকেতের পূর্বাভাস দিচ্ছে দেশের ক্রিকেটকে।