খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ শুনানির জন্য ২ নভেম্বর নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বারপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ দিন নির্ধারণ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রিভিউ আবেদন দাখিল করেন।