খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : এবার ৪০০ ফিট লম্বা পাউরুটি প্রদর্শিত হলো ইতালির মিলানে অনুষ্ঠিত এক মেলায়। ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে ১২২ মিটার লম্বা এ রুটিটি। ‘মিলান এক্সপো ২০১৫ ওয়ার্ল্ড ফেয়ারে’ প্রদর্শিত হওয়া এ পাউরুটিটি এর আগে গিনেস বুকে স্থান পাওয়া ফ্রান্সের তৈরী ৩৬৪ ফুট দৈর্ঘ্যরে একটি রুটির রেকর্ড ভঙ্গ করে। ফ্রান্স ও ইতালির প্রায় ৬০ জন কর্মী রোববার ৭ ঘণ্টাব্যাপি কাজ করে তৈরী করে এই রুটি । বড় একটি পোর্টেবল ওভেনে করে ভাজা হয় রুটিটিকে। প্রদর্শনের পরে রুটিটি কেটে মেলায় আগতদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এটি এ প্রদর্শনী মেলায় ঘোষিত চতুর্থ রেকর্ড। এর আগে ১.৫৯৫৪ কিলোমিটার একটি পিজাকে রেকর্ডের তালিকায় স্থান দেওয়া হয়।