খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : প্রধানমন্ত্রীর তনয় এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ আহমেদ জয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পরিদর্শনে আসছেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বুধবার চলতি বছর দ্বিতীয়বারের মতো পরিদর্শনে আসছেন তিনি। এর আগে জুলাই মাসে এ বিভাগে এসেছিলেন জয়। জয়ের সচিবালয় পরিদর্শন উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ব্যস্ত সময় কাটছে। সোমবার সন্ধ্যার পরও বিভাগের সচিবসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে দফতরের কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। জয়ের সচিবালয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগটির জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন।