Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : ২০১৫-১৬ অর্থবছরের শেষ পর্যায়ে দেশের মোট 41দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগরের আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট-২০১৫’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেইন। তিনি তার প্রবন্ধে বলেন, সরকার মূল্যস্ফীতির হার নির্ধারণ করেছে ৬ দশমিক ২ শতাংশ। এটি অর্জনযোগ্য, তবে বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি ও স্থিতিশীলতা রয়েছে। জাহিদ হোসেইন বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল পথে রয়েছে, তবে নিশ্চয়তা নেই। বর্তমানে দেশের জিডিপি বৃদ্ধি ভালো। কমেছে মূল্যস্ফীতি। বেড়েছে বৈদেশিক রিজার্ভ। রাজস্ব ঘাটতি সহনীয় ও সরকারি ঋণ জিডিপির অনুপাতে স্থিতিশীল। এতে বোঝা যায় দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। অর্থনীতির অনিশ্চয়তা প্রসঙ্গে তিনি বলেন, অর্থনীতি অনিশ্চয়তার মধ্যেও রয়েছে। এর পিছনে প্রধান উদ্বেগ আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের সক্ষমতার সমস্যা। প্রসঙ্গত, এশীয় উন্নয়ন ব্যাংক পূর্বাভাস দিয়েছে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। আর সরকারের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ অর্জন করা।