খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : যারা পার্লারে যেয়ে ভ্রু প্লাক করেন তারা এর ব্যথার সাথে খুব ভালভাবে পরিচিত। ভ্রু প্লাক করলে ব্যথা অবধারিত। ব্যথা একটু হলেও পেটে হবে। তাই ঘরে বসে অল্প ব্যথাতে যেন আপনি ভ্রু প্লাক করে পারেন, তাই আজকের আমাদের এই টিপস- ১. প্রথমে একটি ভাল সন্না, শুঙ্গ বা চিমটা সংগ্রহ করুন। এটা যেন খুব সূক্ষ্ম হয় তা লক্ষ্য রাখুন। এটি যেন প্রতিটি চুল ধরতে সক্ষম হয় তা উপলব্ধ করে নিবেন। ২. আপনার মুখে ক্রিম লাগিয়ে নিন এবং তারপর সাবান দিয়ে মুখ ধুয়ে নিন। মুখ ধোয়ার ক্ষেত্রে গরম পানির ব্যবহার করুন। যার ফলে ত্বক আর্দ্রতা ও নমনীয়তা লাভ করবে। এতে আপনি সহজে ভ্রু অবচয় করতে পারবেন। ব্যথা কম অনুভূত হবে। ৩. আপনার ভ্রুর চুল কোনদিকে বেশি বাড়ছে তা দিকবিন্যাস করে সনাক্ত করুন। ভাঙ্গন ও ব্ল্যাকহেড এড়াতে একই রেখা বরাবর ছোঁ মারার চেষ্টা করুন। ৪. পেন্সিল যেভাবে ধরেন চিমটাকে সেভাবে ধরার চেষ্টা করুন। এতে ভালভাবে চিমটা ধরে রাখতে পারবেন। ৫. লোমকূপ থেকে বের করে আনার জন্য চিমটা দিলে ভ্রুর লোমের গোঁড়া চিমটা দিয়ে শক্ত করে ধরে টান দিবেন। গোঁড়ায় না ধরে যদি চুলের মাথায় চিমটা লাগিয়ে টান দেন তাহলে বেশি ব্যথা পাবেন। আবার মাঝ থেকে ভেঙ্গে যাবার আশংকাও রয়েছে।–সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।