খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : স্বল্প খরচে প্রাকৃতিক উপায়ে শস্য হিমাগার নির্মাণ ও গবেষণায় সিএসআর কার্যক্রমের আওতায় ২০ লক্ষ টাকার অনুদান দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। খ্যাতনামা বিজ্ঞানী ও গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ এম. মনজুর হোসেনের গবেষণা কাজে এ অর্থ প্রদান করা হয়। ২০ অক্টোবর, ২০১৫ মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা। ব্যাংকের পক্ষে ব্যব¯’াপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অধ্যাপক ডঃ এম. মনজুর হোসেনের সঙ্গে চুক্তি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের কোম্পানী সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, উপ-ব্যব¯’াপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুল বারী, আবেদ আহম্মেদ খান, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, জাপানের বিজ্ঞানী কেনজি সুজি, বিজ্ঞানী ও পরামর্শক ইঞ্জি. হিদেকি তানাকা, রাজশাহীর আকাফুজি এ্যাগ্রোটেকনোলজিস এা জেনারেল ম্যানেজার ডঃ সেলিম আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রভাষক শাহ্ মোঃ শাহান শাহরিয়ার, পিএইচডি ফেলো হোসাইন মোহাম্মদ জাকির এবং আকাফুজি এ্যাগ্রোটেকনোলজিসের হিসাব রক্ষক মোঃ আলী আশরাফ উপ¯ি’ত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ডঃ আতিউর রহমানের উদ্যোগে ২০১৪ সালের ডিসেম্বর মাসে রাজশাহীতে প্রথমবারের মতো প্রাকৃতিক হিমাগার উদ্বোধন করা হয়। যুগান্তকারী এ আবিস্কারটিকে আরো ফলপ্রসু এবং জনগনের জন্য সহজলভ্য করার লক্ষ্যেই বিজ্ঞানী ডঃ এম. মনজুর হোসেনের গবেষণাকর্মে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। নতুন গবেষণায় ডঃ এম. মনজুর হোসেন তার নির্মিত হিমাগারের বেশ কিছু গঠনগত পরিবর্তন এনে এটিকে আরও সহজে নির্মাণযোগ করে তুলবেন। পরবর্তীতে ব্যাংকের মাধ্যমেই দেশের প্রত্যন্ত অঞ্চলে এ হিমাগার নির্মাণে সহায়তা দেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।