খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : তোফাজ্জল হোসেন: নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোমবার পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। এ উপলক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে হাসপাতাল সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, ইউএনও মোহাম্মদ আশরাফুল আফসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহেনা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল প্রমুখ।