খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : সুন্দরবনমুখী রোডমার্চের পথে কয়েকটি জেলায় পুলিশের বাধা ও লাঠিপেটার প্রতিবাদে বুধবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে গণতান্ত্রিক বাম মোর্চা। মঙ্গলবার রাজধানীর তোপখানা সড়কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মোর্চার সমন্বয়ক সাইফুল হক এই কর্মসূচি ঘোষণা করেন। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার বিকালে এই বিক্ষোভ সমাবেশ করার পাশাপাশি লাঠিপেটার ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেছেন মোর্চার নেতারা। সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে গত ১৬ অক্টোবর ঢাকা থেকে সুন্দরবনমুখী রোডমার্চ শুরু করেন বাম মোর্চার নেতা-কর্মীরা। যাত্রাপথে প্রথমে মানিকগঞ্জ ও পরে মাগুরায় পুলিশের লাঠিপেটার শিকার হন রোডমার্চকারীরা। যশোর ও ঝিনাইদহে তাদের সমাবেশ-মিছিল করতে দেয়নি পুলিশ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক সাইফুল হক বলেন, “দেশের সম্পদ রক্ষার একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের উসকানি ছাড়া পুলিশের এই বর্বর হামলা, আক্রমণ ও লাঠিপেটা করে পূর্ব ঘোষিত কর্মসূচিতে বাধা দেওয়া সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্রেরই বহিঃপ্রকাশ।” মোর্চার নেতা বাসদ (মার্কসবাদী) এর সম্পাদক শুভ্রাংশু চক্রবর্তী বলেন, “গোটা লংমার্চে পুলিশ ছিল প্রশাসনিক ফ্যাসিবাদের মূর্ত রূপ। মাগুরা পার হওয়ার পর ঝিনাইদহে আমাদের খাবার ও বিশ্রাম নেওয়ার কথা ছিল। পুলিশ আমাদেরকে বাস থেকে নামতে দেয়নি। জোর করে আমাদের অন্যপথে নিয়ে গিয়েছিল। “যশোরেও সমাবেশ করতে দেওয়া হয়নি। পুলিশের এই পরিমাণ ক্ষমতায়ন রাষ্ট্রের জন্য ভয়াবহ ইঙ্গিত।” সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির আহ্বায়ক মোশরেফা মিশু, কমিউনিস্ট লীগের নেতা মোশাররফ হোসেন নান্নুসহ অন্যরা বক্তব্য দেন।