Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি 51করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দেওয়া রায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিপন বলেন, সাদেক হোসেন খোকা সুবিচার থেকে বঞ্চিত হয়েছেন। উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আজ সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩। এ মামলায় আদালত ৪০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। মামলার শুরু থেকে খোকা পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, সাদেক হোসেন খোকা ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৯ কোটি ৬৪ লাখ ৩ হাজার ৬০৯ টাকার তথ্য গোপন করেছেন। ২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা ২ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন। এরপর ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে। মামলায় ২০০৮ সালের ১ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় খোকার স্ত্রী মিসেস ইসমত আরাও আসামি। অভিযোগপত্র দাখিলের পূর্বে হাইকোর্ট ইসমত আরার অংশের মামলার কার্যক্রম স্থগিত করায় তার অংশের তদন্তও স্থগিত আছে। এ ছাড়া মামলার শুরুতে খোকার ছেলে ইসরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেক আসামি থাকলেও তাদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়। খোকা বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন।