Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : হলিউডের পরিচালক প্যাট্রিকের ছেলে ব্রিটিশ যুবক 53লুকাস সিরিয়ায় যুদ্ধ করছেন। ক্যাথলিজম থেকে ইসলামে ধর্মান্তরিত হয়ে এখন আল-কায়দার হয়ে যুদ্ধ করছেন তিনি। খবর ডেইলি মেইলের। বাবা-মায়ের অজান্তে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে অস্ট্রিয়া ও মিশর হয়ে তিনি সিরিয়ায় পৌঁছান। সেখানে আল-কায়েদার সঙ্গে নিজেকে সামিল করেন। জঙ্গিগোষ্ঠীর জন্য নতুন সদস্য সংগ্রহে প্রোপাগান্ড ভিডিওতে নিজেকে হাজির করেন লুকাস। আল-কায়েদায় যোগ দেওয়ার জন্য ব্রিটিশ তরুণদের উদ্বুদ্ধ করতে ভিডিও প্রকাশ করেন তিনি। লুকাস কেনির বাবা প্যাট্রিক স্টিভেন স্পিলবার্গের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে ইন্ডিয়ানা জোনস ও দ্য লাস্ট ক্রুসেড-এর মতো বিশাল বাজেটের ছবি বানিয়েছেন। লুকাস কিনে ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছেন। ছোটবেলায় তিনি ধর্মযাজক হতে চেয়েছিলেন। লুকাস কিনের মা ডেবোরাহ ফিপস ডেইলি মেইলকে দুঃখ নিয়ে বলেন, হয়তো তার ছেলে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের অথবা রাশিয়ার বিমান হামলার শিকার হবে। হয়তো সে আত্মঘাতী হামলাকারী হবে। তার ছেলেকে হয়তো আর ফিরে পাবেন না তিনি। প্রসঙ্গত, লুকাস যখন প্রাইমারি স্কুলের ছাত্র তার মা ডেবোরাহ ফিপস ও বাবা প্যাট্রিকের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। পারিবারিক শিথিল বন্ধনের কারণে ভুল পথে হাঁটতে শুরু করেন লুকাস। গত বছর মা দিবসে ঘটনাক্রমে তার মা জানতে পারেন, ছেলে কিনে সিরিয়ায় আল-কায়েদার হয়ে যুদ্ধ করছে।