Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

catri........................খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ :সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৪০ ভাগ ‘এলাকা কোটা’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।এ সিদ্ধান্ত চূড়ান্ত হলে কোনো এলাকার স্কুলে সেই এলাকারই ৪০ ভাগ শিক্ষার্থীকে আগে ভর্তি করতে হবে। বাকি আসনে এলাকার বাইরের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা নিয়ে এক সভায় এ বিষয়ে সংশ্লিষ্টরা একমত হয়েছেন। বুধবার শিক্ষা মন্ত্রী-সচিবের মতামতের ভিত্তিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রুহী রহমান সাংবাদিকদের বলেন, ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৪০ শতাংশ এলাকা কোটা রাখার বিষয়ে সভার সবাই একমত হয়েছে। সভায় মন্ত্রী ও সচিব না থাকায় আমরা সিদ্ধান্তটি চূড়ান্ত করতে পারিনি। মন্ত্রী-সচিবের অনুমোদনের পর বিষয়টি আগামী শিক্ষাবর্ষের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালায় যুক্ত হবে।’শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ‘এলাকা কোটা’ চালুর সুপারিশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ সুপারিশ অনুযায়ী নীতিগুলো পরিবর্তন করা হচ্ছে।যুগ্ম-সচিব রুহী রহমান জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে জেলা পর্যায়েও অনলাইনে শিক্ষার্থী ভর্তি করানোর বিষয়ে কর্মকর্তারা একমত হয়েছেন। এ বিষয়টিও ভর্তি নীতিমালায় যুক্ত হবে।সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বর্তমানে অনলাইনের মাধ্যমে ঢাকাসহ অন্য মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে।