খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খানের বহুল প্রতীক্ষিত বৈঠক সোমবার বিসিসিআই সদর দপ্তরে হওয়ার কথা থাকলেও চরমপন্থী হিন্দু সংঘটন শিবসেনাদের হামলার ঘটনায় তা পণ্ড হয়ে যায়। এবার এই হামলার ঘটনায় আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি জহির আব্বাস। পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক জহির আব্বাস বলেন, ‘খুব দ্রুতই পাকিস্তান ও ভারতের ক্রিকেট কর্তৃপক্ষের বিষয়টি সমাধান করা উচিত। নয়ত এমনো হতে পারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়তো পাকিস্তান অংশ নাও নিতে পারে। আমি জানিনা টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারতের পরিস্থিতি কেমন থাকবে। কিন্তু যদি এভাবেই চলতে থাকে তবে অবশ্যই খেলোয়াড়দের জন্য তা বাড়তি চাপ হিসেবে কাজ করবে।’ এদিকে, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ২ ম্যাচে ধারাভাষ্য দেয়ার কথা থাকলেও শিবসেনাদের হুমকির মুখে নিরাপত্তার স্বার্থে ভারত ছেড়ে নিজেদের দেশ পাকিস্তানে ফিরে যায় ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার। প্রসঙ্গত, আগামী বছরের মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে ভারতে।