খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : হাতুড়ির আঘাতে রাজশাহী নগরীর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম (৫০) খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহত আসলামের খালাতো ভাই জাহিদকে আটক করেছে। নিহত আসলাম নগরীর হেতেমখাঁ এলাকার মৃত ইসলামের ছেলে। তিনি রাজশাহী ওয়াসার পানির পাম্পচালকের কাজ করতেন। এলাকাবাসী অভিযোগ করেন, এক সপ্তাহ আগে জাহিদের সঙ্গে আসলামের বাকবিত-া হয়। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে জাহিদ কৌশলে আসলামকে লক্ষ্মীপুর এলাকায় নিয়ে গিয়ে তার ভাগ্নে পাভেলের সহযোগিতায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। তবে আটক জাহিদ জানান, তার ভাগ্নে পাভেলের সঙ্গে জমিজমা ও টাকা পয়সা নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিল। সেজন্য তিনি তার খালাতো ভাই আসলামকে সঙ্গে নিয়ে যান। সেখানে পাভেল তার ওপরে হাতুড়ি নিয়ে চড়াও হলে আসলাম বাধা দেন। এ সময় পাভেল হাতুড়ি দিয়ে পিঠে আঘাত করলে আসলাম পড়ে যান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মুস্তাফিজুর রহমান জানান, আসলামকে হাসপাতালে নিয়ে আসার পর সঙ্গে থাকা জাহিদের কথায় অসংলগ্নতা পাওয়া যাওয়ায় তাকে আটক করে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই আওয়ামী লীগ নেতা আসলামের মৃত্যু হয়। তার পিঠে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। লাশ বর্তমানে হাসপাতালের শবাগারে রাখা হয়েছে।