Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : ব্যালন ডি’অরের নাম উঠে আসলে লিওনেল মেসি এবং 82ক্রিস্টিয়ানো রোনালদোর সবার উপরে উঠে আসে। কিন্তু আসল ফলাফলের জন্য আরও বেশ কিছু মাস অপেক্ষা করতে হবে। আগামী বছরের ১১ জানুয়ারি জুরিখের জমকালো অনুষ্ঠানে জানা যাবে সে নাম। ফুটবলারদের সবচেয়ে বড় এই মুকুটের জন্য ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা ফুটবলারদের মধ্যে লা লিগার আসরে খেলা ১১ জন, ইংলিশ প্রিমিয়ার লিগের ৫ জন, বুন্দেসলিগার ৫ জন, লিগ ওয়ান এবং সিরি আ’র একজন করে খেলোয়াড় রয়েছেন। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সর্বোচ্চ ৬ জন রয়েছেন এ তালিকায়। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ৫ জন রয়েছেন। রিয়াল মাদ্রিদের রয়েছেন ৪ জন। প্রকাশিত ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা: সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি/আর্জেন্টিনা), গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ/ওয়েলস), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), কেভিন ডি ব্র“ইন (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম), ইডেন হ্যাজার্ড (চেলসি/বেলজিয়াম), জ্লাতান ইব্রাহিমোভিচ (পিএসজি/সুইডেন), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা/স্পেন), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ/জার্মানি), রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ/পোল্যান্ড), মাশচেরানো (বার্সেলোনা/আর্জেন্টিনা), লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা), থমাস মুলার (বায়ার্ন মিউনিখ/জার্মানি), ম্যানুয়েল ন্যুয়ের (বায়ার্ন মিউনিখ/জার্মানি), নেইমার (বার্সেলোনা/ব্রাজিল), পল পগবা (জুভেন্টাস/ফ্রান্স), ইভান রেকিটিক (বার্সেলোনা/ক্রোয়েশিয়া), আরিয়েন রোবেন (বায়ার্ন মিউনিখ/নেদারল্যান্ডস), জেমস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ/কলম্বিয়া), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/পর্তুগাল), অ্যালেক্সিস সানচেজ (আর্সেনাল/চিলি), লুইস সুয়ারেজ (বার্সেলোনা/উরুগুয়ে), ইয়াইয়া তোরে (ম্যানচেস্টার সিটি/আইভেরিকোস্ট), আর্তুরো ভিদাল (বায়ার্ন মিউনিখ/চিলি)।