Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : বরিশাল জেলার গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামে একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে আ.লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়েছে বলে জানা গেছে।
গত সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত নারগিস বেগম, হাকিম সরদার, অঞ্জন, জাহানারা বেগম, বিউটি বেগম, শামীম সরদার, পলি বেগম, কল্পনা বেগম, লুৎফর রহমান দিপ, বাবু মোল্লা, রাকিব হোসেন, জিনিয়া আক্তারকে গৌরনদী ও শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী থানার ওসি আলাউদ্দিন মিলন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টুর সাথে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি লুৎফর রহমান দিপের বাকবিতণ্ডা হয়। এর জেরে লুৎফর ও তার সহযোগিরা বিএনপি নেতার ওপর হামলা চালালে উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।