Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল নিজাম 29উদ্দিনের বিরুদ্ধে বন্দরের বিভিন্ন যন্ত্রপাতি কেনায় কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে সম্প্রতি কমিশন এ অভিযোগ নথিভুক্ত করে। বুধবার দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। চলতি বছরের মার্চ মাসে এ অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল নিজাম উদ্দিনের বিরুদ্ধে সরকারের রাজস্ব আত্মসাৎ, টেন্ডারে অনিয়মসহ জাহাজ ও যন্ত্রপাতি ক্রয়ে কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ ছিল। অভিযোগে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান নিজাম উদ্দিন বন্দরের তিনটি জাহাজ ক্রয়ে ৩৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। নিজাম উদ্দিন তার ভায়রা ভাই জিয়াউল হক চিশতির মাধ্যমে ১৮ থেকে ২০ বছরের পুরানো ২০ কোটি টাকা মূল্যের জাহাজ ৫৫ কোটি টাকা দিয়ে ক্রয় করেছেন। একই কোম্পানিকে বিনা টেন্ডারে জাহাজের ম্যানেজমেন্ট নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া বিদেশ থেকে জাহাজ আনার জন্য চট্টগ্রাম বন্দরের ৩০ থেকে ৪০ জন কর্মকর্তা দুবাই ও চায়না ভিজিট করেন। বন্দরের রাজস্ব খাত থেকে ওই কর্মকর্তাদের বিদেশ ভিজিটের কোটি টাকা ব্যয় দেখানো হয়। বন্দরের ১০ টন মোবাইল ক্রেন কেনায় ছয় কোটি ৩৮ লাখ টাকা এবং স্ক্যানার মেশিন কেনায় প্রায় পাঁচ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। দীর্ঘ প্রায় ছয় মাস অনুসন্ধান করে এসব অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় কমিশন অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করে। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্ল্যা অনুসন্ধানকারী এবং পরিচালক মো. নূর আহাম্মদ তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।