Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

dakat...................................খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : তোফাজ্জল হোসেনঃ-নরসিংদীর শিবপুর উপজেলার বংশীরদিয়া গ্রামে গত সোমবার দিবাগত গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ১০/১২ জনের ডাকাত দল আজিম উদ্দিন ভূঞার বাড়িতে হানা দিয়ে নগদ দুই লাখ টাকা স্বর্ণালংকার সহ প্রায় ৪লাখ টাকার টাকার মালামাল নিয়ে পালিয়ে যাবার সময় পার্শ্ববর্তী ঘাগটিয়া গ্রাম থেকে জনতা ১ ডাকাতকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ধৃত ডাকাত রায়পুরার গকুল নগরের নান্নু মিয়ার পুত্র হুমায়ুন কবির।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল গভীর রাতে আজিমউদ্দিন ভূঞার বাড়িতে হানা দিয়ে তার দুই পুত্র হেলাল ভূঞা ও বকুল ভূঞার ঘরে দরজা ভেঙ্গে প্রবেশ করে । তারা পরিবারের লোকদের হাত-পা বেঁধে আলমারী ভেঙ্গে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৪লাখ টাকার মালামাল নিয়ে যায়। বাড়ির লোকদের ডাক-চীৎকারে এবং স্থানীয় মসজিদের মাইক দিয়ে ডাকাতের কথা জানানো হলে এলাকার লোকজন ডাকাতদের ধাওয়া করে। অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত হুমায়ুন কবির জনতার হাতে ধরা পড়ে যায়। জনতা গণপিটুনী দিয়ে শিবপুর থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত হুমায়ুনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এব্যাপারে থানায় মামলা হয়েছে। আহত ডাকাত হুমায়ুকে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।