বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : চীনের আকাশে ভাসছিল একটা পুরো শহর। মেঘের মধ্যে সেই শহর দেখে চমকে ওঠে চীনের ফোশাং ও জিয়াংসি-র বাসিন্দারা। ওই দুই শহরের হাজার হাজার বাসিন্দা দাবি করেছে বেশ কিছুক্ষণ ভরেই আকাশে স্থায়ী হয়েছিল এ ভাসমান শহর। এমনকী সেই শহরে রয়েছে একাধিক ‘স্কাইস্ক্র্যাপার’ও। ভাসমান শহরের সেই ছবি ক্যামেরাবন্দি করে ইউটিউবে পাঠান এক বাসিন্দা। ইউটিউবে সেই ভিডিওর ‘ভিউ’ হয়েছে অর্ধকোটির কাছাকাছি। ১৩ অক্টোবর ভিডিওটি পোস্ট করা হয়েছে। তারপর থেকেই সেই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নানা মন্তব্য আসবে এটাই তো স্বাভাবিক! কেউ বলছেন এটা একটা সমান্তরাল পৃথিবী, আবার কেউ বলছেন এটা একটা প্রজেক্ট। এটা নাসা-র একটা চাল বলেও মনে করছেন অনেকে। ‘প্যারানরমাল ক্রুসিবল’ নামে একটি ইউটিউব চ্যানেল এই ভিডিও আপলোড করেছে। তাদের দাবি, ‘এটা চীনের প্রযুক্তির একটা বড়সড় সাফল্য।’ তবে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এটা একটা ‘ইলিউশন’ ছাড়া আর কিছুই নয়। পৃথিবীর ছবিই ওই মেঘে প্রতিফলিত হয়ে কোনওভাবে তৈরি করেছে এই চিত্র। আর সেটাই ক্ষণিকের জন্য দেখেছিল মানুষ।