খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে নিজের লিঙ্গ নিজেই
কাটলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত উত্তর ধলডাঙ্গা গ্রামে। সোমবারে দুপুরের দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, ২ বছর পূর্বে উত্তর ধলডাঙ্গা গ্রামের মৃত কলিম উদ্দীনের পুত্র ঘোড়ার গাড়ি চালক আব্দুস শহীদের (৫৫) স্ত্রী মারা যায়। তারপর নাতি নাতনীসহ ২ পুত্র ও পুত্রবধূদের নিয়ে চলছিল তার সংসার। কিছুদিন থেকে আব্দুস শহীদ নতুন করে বিবাহের আগ্রহ দেখাতে থাকলে তাতে বাধা হয়ে দাড়ায় নিজ সন্তানরা। সোমবার দুপুরে পুত্রবধূ এবং ২ পুত্র আশরাফুল ও আল আমীনের সাথে বিবাহ বিষয়ক কথাবার্তা নিয়ে শহীদের সাথে আবারও ঝগড়া লাগে। এর কিছুক্ষণ পরেই মনের দুঃখে ধারালো ছোরা নিয়ে টয়লেটে গিয়ে নিজের লিঙ্গ নিজেই কেটে বিচ্ছিন্ন করেন আব্দুস শহীদ। পরে বিচ্ছিন্ন লিঙ্গসহ রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।