Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : এ যেন মানসিক বিকৃতির চরম রুপ। সুস্থ মস্তিষ্কে বুঝে 48শুনে নিজের দেহের মরণঘাতী এইচআইভি ভাইরাস ছড়িয়ে দিয়েছে এক এইডসে আক্রান্ত অটোচালক। আর ঘটনাটি যখন জানাজানি হল তখন বড্ড দেরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দারাবাদে। ঘটনার নায়ক একত্রিশ বছর বয়সী অটোচালক জোসেফ জেমস। সে ৩টি বিয়েও করেছে। কিন্তু উদ্ধত, উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য কোনও বউই তার সঙ্গে ঘর করতে পারেননি। সবচেয়ে দু:খের বিষয় হল যেসব মহিলারা ওই ব্যক্তির সঙ্গে সঙ্গম করেছেন তারা বেশীর ভাগই পরস্ত্রী। অনেকে শুধু একবারই তার সাথে মিলিত হয়েছেন। এখন যখন ঘটনাটি প্রকাশ্যে এসেছে তখন ওইসব মহিলাদের মানসিক অবস্থা কি হবে তা নিয়েই চিন্তায় পড়েছে হায়দারাবাদ প্রশাসন। ঘটনাটি প্রকাশ্যে আসে যেভাবে: পুলিশ গিয়েছিল চোর ধরতে। কিন্তু, সে যে আরও ভয়ংকর অপরাধী, সাক্ষাৎ যমদূত, তা পুলিশের জেরার আগে জানা ছিল না কারও। জেনেবুঝেই হায়দরাবাদের প্রায় ৩০০ মহিলার শরীরে এইডসের মারণবীজ পুঁতে দিয়েছে এই স্বভাবে চোর, যে পেশায় আসলে একজন অটোচালক। পুলিশ জানায়, কয়েক দিন আগে হায়দারাবাদের এই অটোচালক তার বন্ধুর বাড়িতে গিয়ে সোনার গয়না চুরি করে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেরওয়া কার্ল নামে সেই বন্ধুর অভিযোগের ভিত্তিতে পুলিশ চুরির অভিযোগে গ্রেপ্তার করে অভিযুক্ত অটোচালককে। কার্ল জানান, ব্যক্তিগত কাজে গত ৫ আগস্ট সস্ত্রীক তিনি শহরের বাইরে যান। বাড়ি ফেরেন ১৭ অক্টোবর। বাড়ি ফিরে দেখেন ঘরের সবকিছু লন্ডভন্ড। যাওয়ার সময় ঘরের চাবি বন্ধুদের হেফাজতে দিয়ে যান। সেই বন্ধুদেরই একজন হায়দারাবাদের এই অটোচালক। কার্লের অভিযোগের ভিত্তিতে পুলিশ সবকটি বন্ধুকেই জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে চুরির কথা স্বীকার করে ওই অটোচালক। পুলিশি জেরায় আরও জানায়, সে এইডসে আক্রান্ত। মারণ এই রোগ ধরার পর, সে জেনেবুঝেই কম করে ৩০০ মহিলার সঙ্গে অসুরক্ষিত যৌনসংগম করেছে। যাদের বেশির ভাগই কিন্তু পরস্ত্রী। পাশাপাশি নিষিদ্ধপল্লিতেও তার নিয়মিত যাতায়াত রয়েছে। জানায়, স্কুলের বাচ্চাদের নিয়ে আসা-যাওয়ার পথেই অটোয় মহিলাদের সঙ্গে তার আলাপ জমেছে। পরে, তাদের সঙ্গেই সেক্স করেছে সে। বিকৃত মনের এই অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।